সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিদিনই অসংখ্য ছবি ও ভিডিও পোস্ট করেন ব্যবহারকারীরা। এসব পোস্টে অন্যান্য ব্যবহারকারীর লাইক ও মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া দেখা যায়। তবে লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অনেকেই একজনের জনপ্রিয়তা বা কনটেন্টের মান বিচার করে থাকেন। এতে অনেকের মনে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়, কমে আত্মবিশ্বাস। এই বিষয়টি মাথায় রেখে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম চালু করেছে একটি নতুন ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ইচ্ছেমতো লাইক ও শেয়ারের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন।
যেভাবে লুকাবেন ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা:
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের ডানদিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. উপরের ডান পাশে থাকা তিনটি অনুভূমিক দাগে (≡) ক্লিক করুন। এতে একটি মেনু চালু হবে।
4. মেনুটি নিচের দিকে স্ক্রল করে ‘What you see’ সেকশন খুঁজে বের করুন।
৫. সেখানে থাকা ‘Like and share counts’ অপশনে ক্লিক করুন।
৬. নতুন যে পেজটি আসবে, তাতে ‘Hide like and share counts’ অপশনের পাশে থাকা টগল বাটনটি চালু করে দিন। বাটনটি চালু হলে রং পরিবর্তন হয়ে যাবে (সাদা থেকে কালো)।
এই ফিচারটি চালু করার পর আপনি যখন নতুন কোনো ছবি বা ভিডিও পোস্ট করবেন, তাতে অন্য কেউ লাইক বা শেয়ারের সংখ্যা দেখতে পারবেন না। তবে আপনি চাইলে নিজে নিজের পোস্টের পারফরম্যান্স দেখতে পারবেন।
এই ফিচারটি বিশেষভাবে উপকারী হতে পারে যারা সামাজিক চাপ থেকে মুক্ত থাকতে চান বা কনটেন্টের মানের তুলনায় সংখ্যার প্রাধান্য দিতে চান না—তাদের জন্য।
বিডি প্রতিদিন/হিমেল