ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যায়। এতে বিরক্ত হন অনেকেই। এবার চাইলে বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে ফ্রিতে নয়, এ জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ খরচ করতে হবে। যুক্তরাজ্যে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, তারা শিগগিরই যুক্তরাজ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে।
নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীরা চাইলে মাসিক ফি দিয়ে বিজ্ঞাপন ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবেন, অথবা আগের মতো বিনামূল্যে ব্যবহার চালিয়ে যেতে পারবেন যেখানে তাদের ওপর লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাড়তি নজরদারির পরিপ্রেক্ষিতে মেটা এই বিকল্প দিচ্ছে।
সাবস্ক্রিপশন ফি ওয়েবে মাসে ২.৯৯ পাউন্ড (প্রায় ৪৮৬ টাকা)) এবং আইওএস ও অ্যান্ড্রয়েডে মাসে ৩.৯৯ পাউন্ড (প্রায় ৬৪৯ টাকা) নির্ধারণ করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নে চালু হওয়া অনুরূপ সেবারই সম্প্রসারণ, যা ডেটা সুরক্ষার নিয়ম মেনে তৈরি করা হয়েছে।
যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ সম্প্রতি ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহারের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে মেটা জানায়, বিজ্ঞাপনমুক্ত এই নতুন সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতার উপর বেশি নিয়ন্ত্রণ দেবে, পাশাপাশি বিজ্ঞাপন থেকে আয় করে বিনামূল্যে সেবা দেওয়ার সুযোগও বজায় রাখবে। যারা পেইড সাবস্ক্রিপশন বেছে নেবেন, তারা আর কোনো বিজ্ঞাপন দেখবেন না এবং তাদের তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না।
ব্যক্তিগত তথ্য ব্যবহারের নিয়ম ও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন নিয়ে নিয়ন্ত্রক সংস্থার চাপের মুখে প্রযুক্তি খাতে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে অ্যাপল ও গুগলও গোপনীয়তা সংক্রান্ত বিধি মেনে তাদের বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন এনেছে।
গত বছর মেটার মোট ১৬৪.৫ বিলিয়ন ডলার আয়ের প্রায় ৯৮ শতাংশই বিজ্ঞাপন থেকে এসেছে। ফলে গোপনীয়তা নীতি মেনে চলা ও বিজ্ঞাপন আয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন কোম্পানির মূল কৌশল হয়ে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম