জনপ্রিয় সংগীতশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানদের নিয়ে রাজধানীর আলোকিতে আয়োজিত হলো জমকালো অনুষ্ঠান রেডমি ১৫ পাওয়ার নাইট। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫-এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের আকর্ষণীয় সংমিশ্রণ।
জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাবের উপস্থাপনায় অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাহসা পারশা, সারিকা সাবা, স্যাম জোন, এবং তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়াসহ জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই