অবশেষে গুগল প্লে স্টোরে অ্যাপল টিভি অ্যাপ ডাউনলোডের সুযোগ উন্মুক্ত হয়েছে। যার মাধ্যমে এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও অ্যাপলের সব ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। বিশেষ করে অ্যাপল টিভি প্লাস ও মেজর লিগ সকারের (এমএলএস) সিজন পাসে অ্যাকসেস পাওয়া যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১০০টির বেশি অঞ্চলে এ সুবিধা পাওয়া যাচ্ছে। এটি ব্যবহার করতে হলে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের সংস্করণ থাকতে হবে। বিশেষ করে গুগল টিভি লিভিং রুম এক্সপেরিয়েন্সের সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য এটি জরুরি।
অ্যাপল টিভি+অ্যাকাউন্ট না থাকলে সাত দিনের ফ্রি ট্রায়ালে সাইন আপ করে অ্যাপটি ব্যবহার করা যাবে। এরপর সাবস্ক্রিপশন নেওয়া যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।
তবে আইওএসের অনেক ফিচার এখানে থাকবে। অ্যাপটির হোমপেজ আইওএস ডিভাইসের মতোই। এতে নতুন, ট্রেন্ডিং, সর্বাধিক দেখা বা তাৎক্ষণিক স্ট্রিম করা যায় এমন চলচ্চিত্র ও শো সংগ্রহ দেখানো হবে। অ্যাপল টিভি প্লাসে ‘মাস্ট সি হিটস’ নামে আলাদা সেকশনও থাকবে।
বিডি প্রতিদিন/এমআই