ভারতে অ্যাপলের চিপ উৎপাদন জোরদারে বড় পদক্ষেপ নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা ফক্সকন। দেশটির তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে সংস্থাটি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (প্রায় ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মিত হবে উত্তর প্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে।
চিপ উৎপাদন না হলেও প্রাথমিকভাবে এটি একটি 'ওএসএটি' (আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট) কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে বিদেশে তৈরি চিপের প্যাকেজিং ও পরীক্ষার কাজ পরিচালিত হবে। ২০২৭ সালের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভবিষ্যতে এই কারখানায় মোবাইল ফোন, ল্যাপটপ, অটোমোবাইল ও কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ উৎপাদন করা হবে। এই চিপগুলো স্ক্রিনে লেখা, ছবি ও ভিডিও দেখানোর কাজ নিয়ন্ত্রণ করে।
এক প্রকল্প কর্মকর্তা জানান, ‘ভারতে এখনো উন্নতমানের চিপ তৈরির পরিকাঠামো পুরোপুরি গড়ে না উঠায়, প্রাথমিক ধাপে চিপ উৎপাদন সম্ভব হবে না।’
বৈষ্ণব বলেন, ‘এই ইউনিট চালু হলে ডিসপ্লে প্যানেল তৈরির কাজও ভারতেই আসবে।’ তাঁর ভাষায়, কারখানাটির মাসিক উৎপাদন ক্ষমতা হবে ২০ হাজার ওয়েফার এবং প্রায় ৩ কোটি ৬০ লাখ ইউনিট চিপ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে।
এই বিনিয়োগ অ্যাপলের জন্য চীনের ওপর নির্ভরতা কমানোর অংশ বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমন সময়ে এ ঘোষণা এলো, যখন অ্যাপল সিইও টিম কুক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য অনিশ্চয়তা মোকাবিলায় ভারতেই উৎপাদন বাড়ানো হচ্ছে।
টিম কুক আরও বলেন, ‘ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে, শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে অ্যাপলের পণ্যমূল্য বাড়ানো নাও লাগতে পারে।’
ইতিমধ্যে, ভারতে আইফোন সংযোজন দ্বিগুণ হয়েছে এবং সেইসব ফোনের বড় অংশ রপ্তানি করা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। এখন অ্যাপলের লক্ষ্য, ভারতে এয়ারপডসসহ অন্যান্য ডিভাইস উৎপাদন।
যদিও মন্ত্রী বৈষ্ণব স্পষ্ট করে বলেননি, ফক্সকন এই প্রকল্পে ভারতের কাছ থেকে ঠিক কী ধরনের প্রণোদনা পাবে। তবে জানা গেছে, রাষ্ট্রীয় সেমিকন্ডাক্টর প্রকল্পের অধীনে এমন স্থাপনার মূলধনী ব্যয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা দেয় ভারত সরকার।
সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক