বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ছাত্রদের প্যাম্পারিং করা হয়েছে পরিকল্পিতভাবে। আবার লাঠিয়াল বাহিনী হিসেবেও ব্যবহার করেছে এই সরকার। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা নিজেদেরকে সামনে তুলে ধরেছিল, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশল অবলম্বন করে যাদেরকে সামনে এনেছিল, তাদের আজকে এই বেহাল অবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় দায়ী।’
আজিজুল বলেন, ‘একটা ছাত্র দুই মাসে তার গ্রামের বাড়িতে বিশাল এক বিল্ডিংয়ের স্ট্রাকচার তুলে ফেলেছে। যারা বানাতে সাহায্য করেছে তারাই আবার এই খবরটা প্রকাশ করেছে। এই সরকার প্রথমেই এসে বলে, ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। এটা কি সরকার ঠিক কথা বলেছে? ’৯০-এর গণ-অভ্যুত্থানে যখন শাহাবুদ্দিন সাহেব ক্ষমতায় এসেছিলেন বা ’৬৯-এর গণ-অভ্যুত্থানে আইয়ুব খানের পতনের পরে যখন ইয়াহিয়া খান ক্ষমতায় এসেছিলেন, তখন কি তারা বলেছিলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে?’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্নজন বলছে এরা জেন-জি। জেন-জি শব্দটা আগস্টের পরে যতটা চাউড় হয়েছে এর আগে এত আসেনি।’
আজিজুল আরও বলেন, ‘এই যে এক্স জেনারেশন, জেন-জি জেনারেশন- এমন সব টার্মিনোলজি আনা হচ্ছে জেন-জি'র পক্ষে। মনে হচ্ছে সবাই বেহেশত থেকে ছাড়া পেয়ে মর্ত্যলোকে এসেছে- মানুষকে হেদায়েত করতে, নসিহত করতে। এভাবে তরুণদের একদিকে যেমন প্যাম্পারিং করছে, তোষামোদ তৈরি করছে, বিভিন্নভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলছে, অন্যদিকে আবার লাঠিয়াল বাহিনী বানিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ