আজ এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী দেশ ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রীড়াসংক্রান্ত সংঘাতের পর এটি দুই দলের প্রথম লড়াই। উত্তেজনা তুঙ্গে থাকায় ম্যাচের আগে সম্ভাব্য একাদশ নিয়েও চলছে তীব্র আলোচনা।
ভারত তাদের প্রথম ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে সুপার ফোরে যাত্রার পথে ভালো শুরু করেছে। পাকিস্তানও ওমানকে ৯৩ রানে হারিয়ে ছন্দে আছে। আজকের ম্যাচে বিজয়ী দল সুপার ফোরের পথে এগিয়ে যাবে।
ভারতের সম্ভাব্য একাদশ
টিম ম্যানেজমেন্ট মূল একাদশে কোনো পরিবর্তন আনছে না। ওপেনিংয়ে শুভমান গিল ও অভিষেক শর্মা, মিডল অর্ডারে সঞ্জু স্যামসন (উইকেটকিপার) ও অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে এবং অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
পাকিস্তানও প্রথম ম্যাচের দলে বড় পরিবর্তন আনছে না। তবে ফাস্ট বোলার হারিস রউফ ফিরতে পারেন। ব্যাটিংয়ে থাকছেন ফখর জামান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার)। স্পিন আক্রমণে থাকছেন আবরার আহমেদ, সুফিয়ান মুকিম, এবং ফাস্ট বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ। অধিনায়ক সালমান আগা।
দুবাইয়ের ধীরগতির উইকেটে দুই দলেরই স্পিন–পেস ভারসাম্য রাখতে হবে। ভারতের অলরাউন্ডাররা এবং পাকিস্তানের ফাস্ট বোলাররা ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
বিডি প্রতিদিন/আশিক