দুবাইয়ে বসছে ভারত–পাকিস্তান ক্রিকেট লড়াই। যুদ্ধ-পরবর্তী এ ম্যাচকে বলা হচ্ছে “প্রকৃত ক্রিকেট যুদ্ধ”। আবেগ, রাজনীতি ও ক্রিকেট—সবকিছু মিলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই ম্যাচ। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান মনে করেন, পাকিস্তানকে হারাতে ভারতের মূল একাদশেরও প্রয়োজন নেই, ভারতের ‘বি’ দলই যথেষ্ট।
অতুল ওয়াসান বলেন, “সময় বদলে গেছে। ভারতের ‘বি’ দলই খুব সহজে পাকিস্তানকে হারাতে সক্ষম। নব্বইয়ের দশকে আমরা যখন পাকিস্তানের বিপক্ষে খেলতাম, তখনকার দল অনেক শক্তিশালী ছিল।”
যুদ্ধ-পরবর্তী প্রথম ভারত–পাকিস্তান ম্যাচকে নিয়ে ভিন্ন মত দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তাঁর মতে, আবেগই এখানে বড় বিষয়। আখতার বলেন, “যুদ্ধের পর এটি হবে প্রথম ভারত–পাকিস্তান ম্যাচ, তাই আবেগ অবশ্যই অনেক বেশি থাকবে। কেউ আমাকে বলেছে এখনও টিকিট অবিক্রিত আছে। আমি বলেছি, এটা কিভাবে সম্ভব?”
তবে এই আয়োজনকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি বলেন, “যুদ্ধ আর খেলা একসঙ্গে চলতে পারে না। এটি নিছক ভণ্ডামি। বিসিসিআই দেশপ্রেমকে ব্যবসায় পরিণত করেছে। তাদের কাছে টাকা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।”
অন্যদিকে, এশিয়া কাপে বয়কট বিতর্কও রয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান প্রধান পাকিস্তানি মহসিন নাকভি। তবে ভারতের পক্ষ থেকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব শুক্লা।
সব মিলিয়ে, ক্রিকেট মাঠে বল গড়ানোর আগেই ভারত–পাকিস্তান লড়াই ঘিরে শুরু হয়েছে উত্তেজনা, আবেগ আর সমালোচনার ঝড়।
বিডি প্রতিদিন/আশিক