রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারের কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম নজির (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নজির রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে।
আজ রবিবার দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব।
রবিবার ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নুরাল পাগলের দরবারের বিক্ষুব্ধ জনতার হামলায় হত্যা ও পুলিশের গাড়ি ভাঙচুরের পৃথক দুইটি মামলায় গ্রেফতার হলেন ২৪ জন। নজরুল ইসলাম নজিরকে দরবারে ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলায় জখম, লুটপাট, অগ্নিসংযোগ ও কবর থেকে লাশ উত্তোলনের বিষয় উল্লেখ রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও লাশ উত্তোলনের সাথে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সুনিদিষ্ট তথ্য, ভিডিও ফুটেজ ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অপরাধের সাথে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। মামলা নিয়ে তদন্ত কাজে কেউ প্রভাব বিস্তার, অনৈতিক তদবির করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুম্মার নামজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির ডাকে বিক্ষোভ থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও প্রশাসনের ওপর হামলা চালানো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ পৌর শহরের নুরাল পাগলের দরবার শরীফে হামলা, ভাঙচুর –লুটপাটসহ অগ্নিসংযোগ করে। এ সময় কবর থেকে লাশ উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মাড়ে পুড়িয়ে ফেলেন উত্তেজিত জনতা।
বিডি প্রতিদিন/হিমেল