রাজধানীর বনানী ডিওএইচএস রেল গেইট এলাকায় ট্রেনের দুই বগির মাঝে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (১৫) বছর।
শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রবিবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তুরাগ কমিউটার ট্রেনের দুই বগির মাঝে কাটা পড়ে দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রবিবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ছেলেটি ভবঘুরে প্রকৃতির ছিল।
বিডি প্রতিদিন/আরাফাত