মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি বিশ্বকাপ বাছাইয়ে বুধবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে ৮-২ গোলে। তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শুরুর দিকে দারুণ চাপ সৃষ্টি করে বাংলাদেশকে পিছনে ঠেলে দেয়।
বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়, চতুর্থ মিনিটে পাকিস্তানের শটে রোমান সরকার মাথায় আঘাত পান। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেয়ার পর ম্যাচে ফিরতে পারেননি তিনি। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তানের অধিনায়ক আম্মাদ শাকিল ভাট দলকে এগিয়ে নেন।
প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে হুজাইফা হোসেন রিভার্স হিটে সমতা ফেরানোর স্বস্তি আনলেও, এরপর বাংলাদেশ ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই নাদিম আহমেদ ফিল্ড গোলে পাকিস্তানকে এগিয়ে নেন। ২৪তম মিনিটে আফরাজ পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান এবং কোয়ার্টারের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলও করেন।
তৃতীয় কোয়ার্টারে আল গাজানফার ও ওয়াহিদ রানার গোল পাকিস্তানের বড় জয়ের পথে আরও এগিয়ে নেয়। চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। বাকি সময়ে বাংলাদেশ মূলত গোল হজম রোধের দিকে মনোযোগী থাকে, তবে ৫৬তম মিনিটে নাদিম আহমেদ নিখুঁত হিটে পাকিস্তানের অষ্টম গোল নিশ্চিত করেন।
শেষ মুহূর্তে ৫৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের দ্বিতীয় গোলটি আসে আমিরুল ইসলামের হিটে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার। এই প্লে-অফ সিরিজের জয়ী দল পাবে আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ।
বিডি প্রতিদিন/মুসা