অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে বসুন্ধরা শুভসংঘের দ্বীপজেলা ভোলার মনপুরা উপজেলা শাখার উদ্যােগে ১৫ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনপুরা আইডিয়াল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের তাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়েদ হাসান রাজিব চৌধুরী, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মো. শামসুদ্দিন মোল্লা, বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার উপদেষ্টা মো. মোজাম্মেল হক রাজু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনপুরা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরনবী, মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল তাজ।
মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। এই উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। আজ যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন, তারা তা ব্যবহার করে স্বাবলম্বী হবেন। বসুন্ধরা শুভসংঘকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়েদ হাসান রাজিব চৌধুরী বলেন, বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনের মাধ্যমে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। যা সত্যিই প্রশংসনীয়।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরন বসুন্ধরা শুভসংঘের একটি বড় কার্যক্রম। এই সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন প্রদানের মাধ্যমে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান সোয়েবের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সামির সঞ্চালনায় বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বীপজেলা ভোলার মনপুরা উপজেলার নারীরা।
মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া বেগম বলেন, আমি এই সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে আমার পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নিয়ে আজ সেলাই মেশিন পেয়ে খুব আনন্দিত। এই মেশিন পড়াশোনার পাশাপাশি আমার উপার্জনের পথ সৃষ্টি করে দিবে।
মনপুরা উপজেলার রামনেওয়াজ এলাকার রিনা বেগম বলেন, আমার স্বামী জেলে কাজ করায় তার উপার্জনের টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়ে আমিও উপার্জন করে পরিবারের হাল ধরতে পারবো। এর পাশাপাশি সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারবো। এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ।
বিডি প্রতিদিন/কামাল