এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে স্বর্ণ ছোঁয়ার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত রুপায় সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে ভারতের দ্বীপশিখা–অভিষেক ভার্মা জুটির কাছে ১৫৩–১৫১ পয়েন্টে হেরে যায় বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড়ের জুটি।
প্রথম সেটেই ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারত তোলে ৩৯ পয়েন্ট, আর বন্যা–হিমু মিলে করেন ৩৫। দ্বিতীয় ও তৃতীয় সেটে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ৩৯–৩৮ ব্যবধানে দুটি সেটই জেতে, ব্যবধান নামিয়ে আনে মাত্র ২ পয়েন্টে। কিন্তু শেষ সেটে দুই দলই সমান ৩৮ পয়েন্ট তুললে সোনার লড়াই শেষ হয় ভারতের জয়েই।
ম্যাচ শেষে পদক বিতরণের আগে এক কোণে দাঁড়িয়ে ছিলেন হতাশ বন্যা ও হিমু। চোখেমুখে ছিল আফসোসের ছাপ। বন্যা বললেন,'আলহামদুলিল্লাহ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক এনে দিতে পেরেছিএটাই বড় পাওয়া। চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আজ আমাদের পাশে ছিল না। শুরুতেই একটু খারাপ করায় সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।'
সহযোদ্ধা হিমু নিজের অনভিজ্ঞতাকেই দায় দিলেন শুরুর দুর্বল পারফরম্যান্সের জন্য। তিনি বলেন,'এই প্রথম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে খেললাম। অভিজ্ঞতা কম, তাই শুরুতে ঠিক মতো করতে পারিনি। তারপরও দেশের জন্য প্রথম কম্পাউন্ড পদক এনে দিতে পেরে গর্বিত।'
এশিয়ান আর্চারির ইতিহাসে কম্পাউন্ড ইভেন্টে এটি বাংলাদেশের প্রথম পদক। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে এখন পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়াল চারটিতে: একটি রুপা (কম্পাউন্ড), একটি রুপা (রিকার্ভ মিশ্র দ্বৈত, ২০২১), এবং দুটি ব্রোঞ্জ (রিকার্ভ পুরুষ ও নারী বিভাগ, ২০২১)।
বিডি প্রতিদিন/মুসা