অ্যাশেজ সিরিজের আগে নতুন করে ইনজুরির আতঙ্ক ছড়িয়েছে ইংল্যান্ড শিবিরে। অভিজ্ঞ পেসার মার্ক উড বাম হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন ইংল্যান্ড লায়নসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই।
বৃহস্পতিবার পার্থের লিলাক হিল মাঠে শুরু হয় এই প্রস্তুতি ম্যাচ। ফেব্রুয়ারিতে হাঁটুর ইনজুরির পর এটিই ছিল উডের মাঠে ফেরার প্রথম ম্যাচ। তবে দ্বিতীয় সেশনের মাঝপথে ব্যথা অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হন ৩৫ বছর বয়সী এই পেসার।
দলের চিকিৎসক দল জানিয়েছে, শুক্রবার উডের স্ক্যান করানো হবে এবং সবকিছু ঠিক থাকলে শনিবার (তৃতীয় দিন) আবার বল হাতে নামতে পারেন তিনি।
উডের ইনজুরি ইংল্যান্ড দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টে টেস্ট দলে শেষবার খেলার পর থেকে একের পর এক ইনজুরিতে ভুগছেন তিনি। হাঁটু ও কনুইয়ের সমস্যার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া হাঁটুর ইনজুরির পর অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এবার নতুন করে হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে একই পায়ে।
ইতিবাচক খবর হলো, অধিনায়ক বেন স্টোকস দীর্ঘ বিরতির পর বোলিংয়ে ফিরেছেন। ভারতের বিপক্ষে শেষ টেস্টে কাঁধের ইনজুরির কারণে না খেলা স্টোকস এদিন প্রথম দুই সেশনে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়েছেন।
অন্যদিকে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলেও ইনজুরির খবর রয়েছে। অধিনায়ক ও প্রধান পেসার প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না, তবে আরেক পেসার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে।
বিডি প্রতিদিন/মুসা