সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বোলিং ও ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রানে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৩০১ রানের।
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্দান্ত। শুরুতে মাহমুদুল হাসান জয়ের ১৭১, সাদমান ইসলামের ৮০ রানের পর মুমিনুল হক যোগ করেন ৮২ রান। এরপর দুর্দান্ত ব্যাট করেন শান্ত। ১১৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর অষ্টম। তার এই ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। অ্যান্ডি ম্যাকবার্নির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিলিয়ে দিতে হয় উইকেট।
এর মধ্যে মুশফিকুর রহিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৫২ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে। শান্তর মতো ওয়ানডে স্টাইলে ব্যাট চালান লিটনও। ৬৬ বলে ৬০ রান করে তিনি হ্যামফ্রিসের বলে হ্যারি টেক্টরের তালুবন্দি হয়ে ফেরেন।
শেষদিকে অবশ্য বাকিরা লড়তে পারেননি বেশিক্ষণ। মেহেদী হাসান মিরাজ ১৭, হাসান মুরাদ ১৬ রানে বিদায় নেন। হাসান মাহমুদ ১৩ ও নাহিদ রানা ৪ রানে অপরাজিত থেকে লিড তিনশ ছাড়ান।
আয়ারল্যান্ডের হয়ে ফাইফার পান হ্যামফ্রিস। ১৭০ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট। দু’টি উইকেট পান ব্যারি ম্যাককার্থি। একটি উইকেট নেন ম্যাকবার্নি।
এর আগে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৬ রানে। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট, আর হাসান মুরাদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। ফাস্ট বোলার হাসান মাহমুদও ছিলেন দারুণ, তুলে নেন ২ উইকেট।
আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়েছেন পল স্টার্লিং (৬০) ও কেড কার্মাইকেল (৫৯), তবে দলের বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি।
বিডি-প্রতিদিন/বাজিত