কুড়িগ্রামে বায়ু দূষণ রোধে জেলা প্রশাসনের অভিযানে দুটি পরিবহন চালকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে এসব যানবাহনের অবৈধ চারটি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সদরের ত্রিমোহনী বাজারের পাশে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপচাঁদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, শব্দদূষণ বিধিমালা লঙ্ঘন করায় পরিবহন চালকদের জরিমানার পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, জেলা প্রশাসনের সহোযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল