হোবার্টে ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ও ভারতের পরবর্তী গন্তব্য এখন গোল্ড কোস্ট, যেখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচ। তবে দুই দল থেকেই একজন করে ক্রিকেটার ছুটছেন ভিন্ন পথে। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের কুলদিপ ইয়াদাভকে। ফলে শেষ দুই টি-টোয়েন্টিতে দেখা যাবে না এই দুই ক্রিকেটারকে।
অ্যাশেজের আগে শেফিল্ড শিল্ডে একটি ম্যাচে খেলবেন ট্রাভিস হেড। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলার পর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেননি তিনি। অ্যাশেজের আগে লাল বলে কোনো ম্যাচ খেলার প্রয়োজন কি না, ব্যাপারটি তার ওপরই ছেড়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তিনি ম্যাচ প্রস্তুতির প্রয়োজন দেখেছেন।
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে খুব ভালো ফর্মে নেই হেড। অস্ট্রেলিয়ার টেস্ট দলেও তিনি খুব গুরুত্বপূর্ণ সদস্য। পাঁচ নম্বরে নেমে তার পাল্টা আক্রমণের ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে অনেকবার। অ্যাশেজের আগে ছন্দ ফিরে পেতে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে আগামী সপ্তাহে খেলবেন তিনি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল তাতে দুর্বল হয়ে পড়বে আরও। জশ হেইজেলউড, ক্যামেরন গ্রিনরাও অ্যাশেজ প্রস্তুতির জন্য খেলবেন শেফিল্ড শিল্ডে। ঘরোয়া এই টুর্নামেন্টের এই রাউন্ডে তাই দেখা যাবে তারকার দ্যুতি। হেড, হেইজেলউড, গ্রিন ছাড়াও খেলবেন স্টিভেন স্মিথ, স্কট বোল্যান্ড, ন্যাথান লায়ন, বাউ ওয়েবস্টারের মতো টেস্ট ক্রিকেটাররা।
পার্থ টেস্ট দিয়ে অ্যাশেজ শুরু আগামী ২১ নভেম্বর। এর এক সপ্তাহ আগেই কলকাতা টেস্ট দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারেতর টেস্ট সিরিজ। সেই সিরিজে দৃষ্টি রেখে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি দল ছেড়ে দেশে ফিরছেন কুলদিপ।
দেশে ফিরে বাঁহাতি এই রিস্ট স্পিনার খেলবেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের চলমান সিরিজের দ্বিতীয় আনঅফিসিাল টেস্টে। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু আগামী বৃহস্পতিবার। ভারতের টেস্ট দলের আরও অনেকেই খেলবেন সেই ম্যাচে- রিশাভ পান্ত, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, মোহাম্মাদ সিরাজ, সাই সুদার্শান, আকাশ দিপ ও প্রাসিধ কৃষ্ণা।
চলতি অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটি একাদশে ছিলেন কুলদিপ। পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে থাকলেও বাদ পড়েন তৃতীয় ম্যাচের একাদশ থেকে। ভারতীয় বোর্ড জানায়, টিম ম্যানেজমেন্টের অনুরোধেই টেস্ট প্রস্তুতির জন্য তাকে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে পাঠানো হয়েছে।
ভারতের সবশেষ টেস্টে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ৮ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন কুলদিপ।
বিডি প্রতিদিন/নাজিম