চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে মামুনুর রশিদ মামুন (৪২) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ষষ্ঠী বৈদ্যেরহাট বাজারের পার্শ্ববর্তী হুমায়ুনের মালিকানাধীন পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিডি-প্রতিদিন/জামশেদ