বগুড়ার সোনাতলায় ডোবার পানিতে পড়ে রোজা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত রোজা মনি স্থানীয় শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল রোজা। একপর্যায়ে পরিবারের অজান্তে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পানিতে নেমে লাশটি উদ্ধার করেন।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/মুসা