সিলেটে স্কুলছাত্রী গণধর্ষণের মামলার প্রধান আসামি ইমরান আহমদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার রাতে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান আহমদ জকিগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই জকিগঞ্জের একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত এক ইটভাটায় জিম্মি করে একদল যুবক ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা ৫ জনকে আসামী করে দায়ের করে। এর আগে গত ১০ আগস্ট র্যাব ওই মামলার শাকের আহমদ নামের আরেক আসামীকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এএম