নোয়াখালীর সদর উপজেলার দেবীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলিত রাস্তার কাজে বাধা এবং স্থানীয় সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত সুমন ও তার পরিবারের নিরাপত্তা প্রদান এবং হামলার পর বন্ধ হয়ে যাওয়া বেড়িবাঁধের রাস্তার কাজ পুনরায় শুরুর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন, স্থানীয় আল-হেরা জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম রাজ্জাক, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, আরিফ, জুয়েল ও খোকন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর দেবীপুর এলাকায় সরকারি বেড়িবাঁধের রাস্তার কাজ চলাকালে একদল সন্ত্রাসী এলজিইডি ঠিকাদারের কর্মচারী মো. সুমনের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় আহতের ভাই মো. রিপন বাদী হয়ে স্থানীয় আব্দুস ছোবহান জিন্নাহ, আব্দুল মান্নান ও মাকসুদুর রহমানসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর পাঁচ দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, বরং আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্ধ হয়ে যাওয়া বেড়িবাঁধের রাস্তার কাজ অবিলম্বে শুরু করার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি