গত মৌসুমে আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। ২০২৫-২৬ মৌসুমের শুরুতে টানা পাঁচটি জয় তুলে নিয়ে দারুণ কিছুর বার্তা দিচ্ছিল অলরেডরা। তবে এরপরই তাদের ফর্ম খারাপ হয়ে যায়। গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের কাছে হেরে লিগে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখে তারা।
সেই হারের পর ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রুনি বলেন, ভ্যান ডাইক ও মোহাম্মদ সালাহ এই মৌসুমে দলকে সত্যিকারের নেতৃত্ব দিতে পারেননি।
রুনির সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন লিভারপুল সেন্টারব্যাক ভ্যান ডাইক। রুনির মন্তব্যটি এক ধরনের ‘অলস সমালোচনা’ বলে মন্তব্য করেন তিনি।
শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়ে হারানো ফর্মে ফেরার পর ভ্যান ডাইক বলেন, গত মৌসুমে তো আমি রুনিকে কিছুই বলতে শুনিনি। রুনি একজন কিংবদন্তি খেলোয়াড়, অনেকের জন্য অনুপ্রেরণাও। তাই আমি তার সম্পর্কে শুধু ভালো কথাই বলতে চাই। কিন্তু আমি মনে করি তার এই মন্তব্যটা একটু আলসেমি ধরনের সমালোচনা।
এর আগে, রুনি তার সাম্প্রতিক পডকাস্টে বলেন, ভার্জিলের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। আমি মনে করি তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি নিশ্চিত যে আপনি যদি তাকে (ভ্যান ডাইক) বা আর্নে স্লটকে জিজ্ঞাসা করেন, তিনি সম্ভবত গত কয়েক বছরের মতো ভালো খেলেননি।
বর্তমানে লিভারপুল প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। মূলত ভালো শুরুর পর কিছুটা বাজে ফর্ম যাওয়ায় লিভারপুল ডিফেন্ডার ভ্যান ডাইক ও ফরোয়ার্ড সালাহকে নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকের মতে, গত মৌসুমের মতো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না তারা।
বিডি প্রতিদিন/কেএ