ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁসের জেরে ইসরায়েলি পুলিশ সেই সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত টোমার-ইয়েরুশালমিকে গ্রেফতার করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী।
এর আগে, টোমার-ইয়েরুশালমি রবিবার তার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। এ সময় পত্রিকায় তার সম্ভাব্য আত্মহত্যার চেষ্টার জল্পনা ছড়িয়ে পড়ে।
মূলত ইহুদি সেনারা একজন ফিলিস্তিনি বন্দিকে নির্যাতন করছে এমন একটি ভিডিও ফাঁসের পর এই ঘটনার সূত্রপাত হয়। পদত্যাগ করেন ইফাত টোমার-ইয়েরুশালমি। ইসরায়েলি গণমাধ্যম কর্তৃক শুক্রবার প্রকাশিত তার পদত্যাগপত্রের অনুলিপি অনুসারে, টোমার-ইয়েরুশালমি স্বীকার করেছেন, তার অফিসই গত বছর ভিডিওটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছিল।
সূত্র : ব্লুমবার্গ ও টাইমস অব ইসরায়েল।
বিডি-প্রতিদিন/শআ