ভারতীয় নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয় ঘিরে রবিবার রাতটা হয়ে রইল ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে হারমানপ্রীত কৌরদের দল যখন নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরল, গ্যালারি উপচে পড়ল আনন্দে, উচ্ছ্বাসে আর অশ্রুজলে।
এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ছিলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকর, রোহিত শর্মা, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, সভাপতি মিঠুস মানহাস এবং রিলায়েন্সের কর্ণধার নীতা ও আকাশ আম্বানি। গ্যালারিতে বসে তারা নারী দলকে বারবার উৎসাহ জুগিয়েছেন, করতালিতে মুখর করেছেন পুরো স্টেডিয়াম।
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য—হারমানপ্রীত কৌর যখন শেষ ক্যাচটি ধরে ভারতের জয় নিশ্চিত করেন, ক্যামেরায় দেখা যায় রোহিত শর্মাকে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে চোখের পানি মুছতে। গর্বে আর আনন্দে টলমল চোখে দেশের নারীদের ঐতিহাসিক জয়ের সাক্ষী হন তিনি।
শৈশবের অনেকটা সময় যেই মাঠে ক্রিকেট খেলেছেন, সেই ডিওয়াই পাতিলেই এবার নারী ক্রিকেটারদের হাতে বিশ্বকাপ উঠতে দেখে আবেগ সামলাতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক।
বিশ্বকাপ জয়ের অনুভূতি রোহিতের কাছে নতুন নয়। তার নেতৃত্বে ভারত জিতেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অংশ। তবে একটাই স্বপ্ন এখনো অপূর্ণ ওডিআই বিশ্বকাপ জয়।
২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে। সেই পরাজয়ে রোহিত যেমন ভেঙে পড়েছিলেন, তেমনি এবার নারী দলের সাফল্যে তিনি চোখের জলে অনুভব করলেন পুনর্জন্মের আনন্দ।
বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিতের নজর এখন ২০২৭ ওডিআই বিশ্বকাপের দিকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরা হয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা