রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র–পরামর্শ দপ্তরে দুই শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্য–সচিব ড. ইলিয়াছ প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্রে শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব দেওয়া এবং অনুপযুক্তভাবে স্পর্শ করার মতো আচরণ করেছেন।
অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেছেন।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিভাগীয় প্রধানের কাছে ৩১ জনের স্বাক্ষরযুক্ত একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আগামী সাত দিনের মধ্যে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভাগীয় প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জরুরি সভা করেছি। কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগের কথা বলেছেন। বিষয়টি পুনরায় আলোচনার জন্য বিভাগীয় সভা ডাকা হবে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হক জানান, আমাদের বিভাগেও যৌন হয়রানির একটি অভিযোগ এসেছে। আজ দুপুরে এ বিষয়ে মিটিং ডাকা হয়েছে।
অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন ফোন ধরেননি। অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম বলেন, আমি এমন কিছু জানি না, আর আমি তেমন মানুষও নই। বিষয়টি বিভাগে খোঁজ নিয়ে জানাচ্ছি।
যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্য–সচিব ড. ইলিয়াছ প্রামানিক বলেন, একটি অভিযোগপত্র এসেছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত সেলের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন