বাংলাদেশ সফর শেষে খুব একটা বিরতির পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। এবার নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে তারা। আসন্ন এই সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
কিউই সিরিজ দিয়ে লম্বা সময় পর ক্যারিবীয়দের দলে ফিরছেন শামার স্পিঙ্গার। এছাড়া, চোট কাটিয়ে তিন মাস পর দলে ফিরছেন ম্যাথু ফোর্ড।
বাংলাদেশের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর টি-টোয়েন্টি খেলেছিলেন মাত্র একটি। বাজে পারফরম্যান্সের জন্যই বাদ পড়লেন এই স্পিনার।
কিউইদের বিপক্ষে নভেম্বরের ৫ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। অকল্যান্ডে পরপর দুই দিনে হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের দুটি নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। শেষ টি-টোয়েন্টি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল :
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
বিডি প্রতিদিন/কেএ