স্বল্পমেয়াদী পরিকল্পনা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। কোচ মিদিয়া লোতফোল্লাহ নাসাবিকে আনছে তারা। ইরানি এই কোচের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করতে আগ্রহী দেশের টেবিল টেনিসের নিয়ন্তা সংস্থাটি।
গত অগাস্টের শুরুতে থাইল্যান্ডের প্যাটারাথোর্ন পাসারাকে মাত্র দুই মাসের জন্য কোচ করে এনেছিল ফেডারেশন। চুক্তির মেয়াদ পূর্ণ করে তিনি ফিরে গেছেন। নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস সামনে রেখে তাই নাসাবিকে আনা হচ্ছে।
চলতি নভেম্বরের শেষ সপ্তাহে নাসাবি বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছে টিটি ফেডারেশন। ইরানের এই সাবেক চ্যাম্পিয়নের সঙ্গে দুই বছরের চুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট। তিনি জানান, আমরা চেষ্টা করব তার সাথে দুই বছরের চুক্তি করতে। যাতে সার্বিক একটা প্রশিক্ষণের সময় নিয়ে এগোতে পারি। এখানে শুধু জাতীয় দল অন্তর্ভুক্ত থাকবে না, বয়সভিত্তিক খেলোয়াড়দেরও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।”
নাসাবি বিশ্ব টেবিল টেনিস ফেডারেশনের লেভেল ওয়ান ও লেভেল টু কোচেস কোর্স করেছেন। কুর্দিস্তান টেবিল টেনিস বোর্ডের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ইরান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত। হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ইরান জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ