ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে অজিরা।
দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। চোট থেকে সেরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেলেন এই অলরাউন্ডার। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সফরের আগে অনুশীলনের সময় কব্জিতে চোট পেয়েছিলেন তিনি। কুড়ি ওভারের সিরিজের শেষ তিনটি ম্যাচে খেলবেন ম্যাক্সওয়েল।
কাফ চোটের কারণে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে থেকে ছিটকে পড়েন বেন ডওয়ারশুইস। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে খেলবেন এই পেসার। এছাড়া দলে ফিরেছেন জশ ফিলিপে। পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াডের নতুন মুখ ২০ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার সাবেক অনূর্ধ্ব-১৯ দলের এই আছেন দুর্দান্ত ছন্দে।
ঘরোয়া ক্রিকেটে বিয়ার্ডম্যান সবশেষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে চার ম্যাচে ১২ উইকেট নিয়েছেন মাত্র ৫.৭৫ ইকোনমিতে। ফাস্ট বোলিংয়ে তাকে অস্ট্রেলিয়ার অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মূলত ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রস্তুতি হিসেবে সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন স্কোয়াডের তিন ক্রিকেটার। মার্নাস লাবুশেন, জশ হ্যাজলউড ও শন অ্যাবট তাদের নিজ নিজ রাজ্যের হয়ে লাল বলের ম্যাচে খেলতে ছাড় দেওয়া হয়েছে।
কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে মঙ্গলবার থেকে গাব্বায় শুরু হতে যাওয়া ম্যাচের প্রস্তুতি নিতে পারেন লাবুশেন। জশ হ্যাজলউড ও শন অ্যাবট ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে থাকবেন না। তারা নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে চতুর্থ রাউন্ডের শেফিল্ড শিল্ড ম্যাচ খেলবেন। হ্যাজলউড প্রথম দুইটি টি-টোয়েন্টি খেলবেন। আর হাতে চোট থেকে সেরে ওঠা অ্যাবট হোবার্টে তৃতীয় ম্যাচের পর দল ছাড়বেন।
সিডনিতে শেষ ওয়ানডে ম্যাচের জন্যও কিছু পরিবর্তন আনা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই সংস্করণে। অ্যাডিলেড দ্বিতীয় ওয়ানডে না খেলা বাঁহাতি স্পিনার অ্যাডি ম্যাট কুহনেম্যান ফিরেছেন। কাফের চোট থেকে সেরে উঠে শেষ ওয়ানডেতে ফিরছেন জশ ইনগ্লিস।
বিডি প্রতিদিন/নাজিম