মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান।
এদিকে, আর মাত্র এক রান, শততম টেস্টে শতরানের অপেক্ষা। ৯০ ওভার পূর্ণ হতেই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা। ফলে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দোড়গোড়ায় থামতে হলো মুশফিকুর রহিমকে। তার সঙ্গে লিটন দাসও দিন শেষ করেছেন ৪৭ রানে অপরাজিত থেকে।
আজ খেলার ২৮তম ওভারে দলের ৯৫ রানে নাজমুল হোসেন শান্ত (৮) আউট হলে নামেন মুশফিক। এরপর মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন। চা বিরতির পর ১০৯ বল খেলে ফিফটি পূর্ণ করেন তিনি। কিছুক্ষণ পর ৬৭ রান করে মুমিনুল আউট হন।
এরপর লিটন দাস ব্যাটিংয়ে নেমে সতর্ক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন। ৮৬ বলে ৪৭ রানের ইনিংসে লিটনের বাউন্ডারি মাত্র ২টি। মুশফিক ১৮৭ বলের ইনিংসে নিয়েছেন ৬৪টি সিঙ্গেল, ৫টি ডাবল এবং একটি তিন রান।
দ্বিতীয় দিনের প্রথম বলটিও তার খেলতে হবে। আর মাত্র এক রান তুলে সেঞ্চুরি করলে তিনি শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের দ্বাদশ ব্যাটসম্যান হবেন।
বিডি-প্রতিদিন/আশফাক