শেরে বাংলা স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টের প্রথম দিন শেষে মুশফিকুর রহিম ও লিটন দাসের দিকে নজর ছিল ক্রিকেট প্রেমীদের। বুধবার (১৯ নভেম্বর) পুরো ৯০ ওভার খেলার পরও তারা দু’জনই আরও এক ওভার খেলে মাইলফলক স্পর্শ করতে চেয়েছিলেন।
মুশফিক ছিলেন শতরান থেকে মাত্র একরান দূরে, আর লিটন দাসের ফিফটির জন্য দরকার ছিল মাত্র ৩ রান। তবে দুই আম্পায়ার স্টিভ ডোহেনি ও রিচার্ড ইলিংওয়ার্থ বেলস তুলে জানিয়ে দেন, 'খেলা শেষ।' এই মুহূর্তে কিছুটা আফসোস থাকলেও ভক্ত ও সমর্থকরা আশা রাখছেন, আগামীকাল (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের সকালে তারা দু’জনই নিজেদের লক্ষ্য পূরণ করবেন।
খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের শতরানের বিষয়ে প্রশ্নের উত্তরে মুমিনুল হক জানান, 'একটি মাত্র রান দরকার। আমাদের কোনোই সংশয় নেই মুশফিক ভাই কাল (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন সকালে অনায়াসে তা তুলে নিয়ে নিজের ১৩ নম্বর সেঞ্চুরি পূরণ করবেন।'
তিনি আরও যোগ করেন, 'যেহেতু ক্রিকেটারটি মুশফিক ভাই, তাই কোনোরকম চিন্তা-ভাবনা নেই আমাদের। তিনি ছাড়া অন্য কেউ হলে হয়ত খানিক কনফিউশনে থাকতাম; কিন্তু মুশফিক ভাই সব সময় এসব কন্ডিশনে অনেক বেশি সতর্ক। সাবধানী। আর আজকে তিনি খেলেছেন আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে। মনে হয় না ওই একরান করতে কোনোরকম ভুল করবেন তিনি।'
বিডি প্রতিদিন/মুসা