অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের আগেই ফিট হয়ে ফিরে এসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দলে উডকে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। এছাড়াও দলে ফিরেছেন অধিনায়ক বেন স্টোকস।
ইসিবি বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। ওয়ার্ম-আপ ম্যাচে উড হ্যামস্ট্রিং টান অনুভব করে মাঠ ছেড়ে যান, তবে পরে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়।
ইংল্যান্ড পেস নির্ভর দল সাজিয়েছে। জোফরা আর্চার, উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের সঙ্গে ফিট হয়ে ফেরা অধিনায়ক স্টোকসও দলের অংশ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন শোয়েব বশির। জো রুট পার্টটাইম স্পিনের ওপরও ভরসা রাখতে পারবেন।
ব্যাটিং লাইনে বড় চমক নেই। ওপেনার হিসেবে নামছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি, মিডল অর্ডারে আছেন অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, স্টোকস এবং উইকেটকিপার জেমি স্মিথ।
ইংল্যান্ডের ১২ সদস্যের স্কোয়াড: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড, জোফরা আর্চার, শোয়েব বশির।
বিডি প্রতিদিন/মুসা