চ্যাম্পিয়নস লিগে গালাতাসারায়ের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের দিন ইনজুরিতে পড়েন হুগো একিতিকে। দ্বিতীয়ার্ধের মাঝপথে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ফরাসি ফরোয়ার্ড। ইনজুরির কারণে আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে দেখা যাবে না তাকে।
খারাপ সময়ে সুখবর পেলেন একিতিকে। বিশ্বকাপ বাছাইয়ে জন্য ফ্রান্সের ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। দিদিয়ের দেশমের ক্যাম্পে প্রথমবার ডাক পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের জাঁ-ফিলিপ মাতেতা।
অনুমেয়ভাবে স্কোয়াডে রয়েছেন কিলিয়ান এমবাপে, জুলস কুন্ডে, এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা ও আল নাসরের কিংসলে কোমান।
ব্যালেন ডি’র জয়ী ওসমান দেম্বেলে বাদ পড়েছেন স্কোয়াড থেকে। প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েন পিএসজি ফরোয়ার্ড। তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, এ ব্যাপারে কিছুই স্পষ্ট করেনি পিএসজি ও ফরাসি ফুটবল ফেডারেশন।
ফ্রান্স দল :
গোলরক্ষক : লুকাস শেভালিয়ার, মাইক মাইনান, ব্রিস সাম্বা।
ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্ডে, লুকাস হের্নান্দেজ, থিও হের্নান্দেজ, উইলিয়াম সালিবা, উপামেকানো।
মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, মানু কনে, মাইকেল অলিস, এড্রিয়েন রাবিও, থুরাম।
ফরোয়ার্ড : মাঘনেস আক্লিওচে, ব্র্যাডলি বারকোলা, কিংসলি কোমান, হুগো একিতিকে, জাঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুঙ্কু।
বিডি প্রতিদিন/নাজিম