বাংলাদেশের কাছে চার উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল আফগানিস্তান। বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
৯ রানে ৬ উইকেট তুলে একটা সময় ম্যাচ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের বদৌলতে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ দল।
ম্যাচটিতে নিজেদের ব্যর্থতার পেছনে বেশ কয়েকটি কারণ সামনে এনেছেন আফগান অধিনায়ক রশিদ খান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেন, ‘আমি মনে করি শেষটা আরও ভালো হতে পারতো। টি টোয়েন্টিতে মনোযোগ ও মোমেন্টাম হারালেই বিপদ। একবার ম্যাচ থেকে পিছিয়ে পড়লে ফেরাটা কঠিন হয়ে পড়ে।’
আফগানিস্তানের সর্বসাক্যুলে সংগ্রহ ছিল ১৫০ রান। আরও ১০-২০ রান বেশি হলে ফল ভিন্ন হতেও পারত বলে মনে করেন রশিদ, ‘আমার মনে হয়েছে ১৭০–১৮০ রান করা সম্ভব ছিল। কিন্তু আমরা ভালো শট খেলতে পারিনি।’
রশিদ বলেন, ‘আমি মনে করি, প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমার মনে হয়েছে এই উইকেটে যত বেশি স্ট্যাম্পে বল করা যায়, তত ভালো ফল আসে। বাইরে বল করলে ব্যাটারের জন্য রান তোলা সহজ হয়ে যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তবে একবার যখন স্ট্যাম্প ধারাবাহিকভাবে বল করা শুরু করলাম, তখন ফলও পেলাম।’
বিডি প্রতিদিন/নাজিম