এশিয়া কাপে ভারতের কাছে ফাইনালে পরাজয়ের পর কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৯ সেপ্টেম্বর এক ঘোষণায় পিসিবি জানায়, পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমায়ের আহমদ সৈয়দ খেলোয়াড় ও তাঁদের প্রতিনিধিদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পিসিবি চেয়ারম্যানের অনুমোদনে, বিদেশি লিগ ও অন্যান্য দেশের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের প্রদত্ত সব এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।'
যদিও এনওসি স্থগিতের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি, তবে বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ের ব্যর্থতা বিশেষ করে এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে পরাজয়ই এই সিদ্ধান্তের পেছনে প্রভাব রেখেছে।
এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদি। তাঁরা তিনজনই চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল-১৫) জন্য চুক্তিবদ্ধ ছিলেন। বাবর আজমের বিগ ব্যাশ অভিষেক হওয়ার কথা ছিল সিডনি সিক্সার্সের হয়ে, যা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। শাহীন আফ্রিদিকে দলে নিয়েছে ব্রিসবেন হিট, রিজওয়ান চুক্তিবদ্ধ মেলবোর্ন রেনিগেডসের সঙ্গে।
এছাড়া হাসান আলি (অ্যাডিলেড স্ট্রাইকার্স), শাদাব খান (সিডনি থান্ডার), হারিস রউফ (মেলবোর্ন স্টারস), ও হাসান খান (মেলবোর্ন রেনিগেডস) সহ আরও অনেক খেলোয়াড় ইতোমধ্যে বিবিএল বা অন্যান্য লিগে দল পেয়েছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইএলটি২০ লিগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানসহ ১৮ জন পাকিস্তানি ক্রিকেটার।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফিও অক্টোবর থেকে শুরু হচ্ছে।
তবে এনওসি স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, কিংবা কোন খেলোয়াড় বিশেষ ছাড় পাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট নিউজ পাকিস্তান
বিডি প্রতিদিন/মুসা