এশিয়া কাপ টি-২০-এর ইতিহাসে এবার প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারত একাই প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়েছে। সেই সঙ্গে বিতর্কেও শীর্ষে ছিল দলটি। তবে শিরোপার লড়াই যে উত্তেজনাপূর্ণ হবে তা আগেই বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত দারুণ ফাইনাল উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করুক এমনটা চান না তারা। তাদের মন্তব্য, ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান গেম। মাঠের খেলা মাঠেই থাকা উচিত। এ নিয়ে আইসিসিকে আরও কঠোর অবস্থানের কথা জানান সমর্থকরা। রবিবার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের আচরণের সমালোচনা করে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘তারা টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদের অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে।’ এ ছাড়া সূর্যকুমার যাদব তাঁর সব ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দেবেন বলে জানান সংবাদ সম্মেলনে। পাকিস্তান ক্রিকেট দলও ফাইনালে সবার ম্যাচ ফি ভারতের হামলায় আক্রান্তদের জন্য দেবেন বলে জানিয়েছে। দেশি রাজনীতির উত্তেজনা এখন ক্রিকেটের মাঠে দেখা যাচ্ছে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তিনটি ম্যাচে মুখোমুখি হয় ভারত। যার একটিতেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা; যা নিয়েই মূলত বিতর্ক ও সমালোচনার শুরু। এরপর দুই দলের সাবেক-বর্তমান ক্রিকেটারদের তির্যক মন্তব্য বিতর্ক আরও তুঙ্গে তুলে দেয়; যা ফাইনালের পুরস্কার বিতরণীর মঞ্চেও দৃশ্যমান ছিল। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও পুরস্কার বিতরণী মঞ্চে ভারত শুরু করে নাটকীয়তা। ট্রফি না নিয়েই উদ্যাপন করে ভারতীয় দল। যদিও এমনটি হতে পারে বলে আগেই জানিয়েছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপের ট্রফি এসিসিপ্রধানের কাছ থেকে নেব না, কারণ তিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা (পিসিবিপ্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী)। তবে এর মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক, আমরা আশা করি দ্রুতই ট্রফি ও মেডেল ভারতে ফেরত পাঠানো হবে।’ এর রেশ এখন মাঠ থেকে দুই দেশের রাজনীতির অঙ্গনে পৌঁছে গেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করেন। যার জবাবও দেন মহসিন নাকভি, ‘যুদ্ধের হার খেলার মাঠের জয় দিয়ে ঢাকার সুযোগ নেই।’
শিরোনাম
- চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
- যুক্তরাজ্যের অভিবাসন আইনে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে স্থায়ী বসবাসের নিয়ম
- ৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন
- অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
- বিশ্বনাথে রেলের পরিত্যক্ত কক্ষে ৩ ককটেল উদ্ধার
- টিকটকের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেফতার
- কোস্টগার্ডের অভিযানে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক
- চট্টগ্রামে যানজট কমাতে ফিল্ড সার্ভে শুরু: চসিক মেয়র
- বরিশালে পৃথক দুই হত্যা মামলায় চারজন ৪ গ্রেফতার
- জাতীয় পতাকা ছাড়াই চলছে সাব-রেজিস্ট্রার অফিস
- স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- বিদেশি সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- বুধবার পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং, মানতে হবে ৬ শর্ত
- দিনাজপুরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহালের দাবি
- ১১ কেজি মাছের দাম ৪৬ হাজার
- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি
- নানা আয়োজনে টিএমএসএস হার্ট সেন্টারে বিশ্ব হার্ট দিবস উদযাপন
- ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে
- পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র্যাব ডিজি
- বরিশালে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ৬ লাখ, স্বাস্থ্য সহকারীদের বর্জন
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান যুদ্ধের ছায়া!
শেষ হয়েও থামছে না উত্তেজনা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর