এশিয়া কাপ টি-২০-এর ইতিহাসে এবার প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারত একাই প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়েছে। সেই সঙ্গে বিতর্কেও শীর্ষে ছিল দলটি। তবে শিরোপার লড়াই যে উত্তেজনাপূর্ণ হবে তা আগেই বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত দারুণ ফাইনাল উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করুক এমনটা চান না তারা। তাদের মন্তব্য, ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান গেম। মাঠের খেলা মাঠেই থাকা উচিত। এ নিয়ে আইসিসিকে আরও কঠোর অবস্থানের কথা জানান সমর্থকরা। রবিবার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের আচরণের সমালোচনা করে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘তারা টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদের অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে।’ এ ছাড়া সূর্যকুমার যাদব তাঁর সব ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দেবেন বলে জানান সংবাদ সম্মেলনে। পাকিস্তান ক্রিকেট দলও ফাইনালে সবার ম্যাচ ফি ভারতের হামলায় আক্রান্তদের জন্য দেবেন বলে জানিয়েছে। দেশি রাজনীতির উত্তেজনা এখন ক্রিকেটের মাঠে দেখা যাচ্ছে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তিনটি ম্যাচে মুখোমুখি হয় ভারত। যার একটিতেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা; যা নিয়েই মূলত বিতর্ক ও সমালোচনার শুরু। এরপর দুই দলের সাবেক-বর্তমান ক্রিকেটারদের তির্যক মন্তব্য বিতর্ক আরও তুঙ্গে তুলে দেয়; যা ফাইনালের পুরস্কার বিতরণীর মঞ্চেও দৃশ্যমান ছিল। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও পুরস্কার বিতরণী মঞ্চে ভারত শুরু করে নাটকীয়তা। ট্রফি না নিয়েই উদ্যাপন করে ভারতীয় দল। যদিও এমনটি হতে পারে বলে আগেই জানিয়েছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপের ট্রফি এসিসিপ্রধানের কাছ থেকে নেব না, কারণ তিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা (পিসিবিপ্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী)। তবে এর মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক, আমরা আশা করি দ্রুতই ট্রফি ও মেডেল ভারতে ফেরত পাঠানো হবে।’ এর রেশ এখন মাঠ থেকে দুই দেশের রাজনীতির অঙ্গনে পৌঁছে গেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করেন। যার জবাবও দেন মহসিন নাকভি, ‘যুদ্ধের হার খেলার মাঠের জয় দিয়ে ঢাকার সুযোগ নেই।’
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান যুদ্ধের ছায়া!
শেষ হয়েও থামছে না উত্তেজনা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর