‘কান্তারা’–র জাদু যেন এখনো শেষ হয়নি। ২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবিটির প্রিক্যুয়াল ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি অগ্রিম বুকিংয়েই আয় করে নিয়েছে ৯ কোটি রুপি।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে ছবিটির কন্নড় সংস্করণের অগ্রিম বুকিং শুরু হয়, এরপর ২৮ সেপ্টেম্বর থেকে খোলা হয় হিন্দি, মালায়ালাম এবং অন্যান্য ভাষার সংস্করণের জন্য।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত মোট ১,৩১,৪৯১টি টিকিট বিক্রি হয়েছে, যার মাধ্যমে আয় দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি রুপি। এই আয় শুধু টিকিট বিক্রি থেকেই, যার মধ্যে ব্লক করা আসনও রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগ পর্যন্ত এই সংখ্যায় আরও বড় বৃদ্ধি দেখা যাবে।
এই বহুল প্রতীক্ষিত ছবিটি ভারতজুড়ে ৫,১৯৫টি শো নিয়ে মুক্তি পাচ্ছে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন ঋষভ শেঠি নিজেই, যিনি মূল ছবিতেও অভিনয় ও পরিচালনা করেছিলেন। নতুন ছবিতে অভিনয় করেছেন ঋষভ শেঠি ছাড়াও জয়রাম, রুক্মিনী বসন্ত, গুলশান দেবিয়া প্রমুখ।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ সিনেমাটি ছিল এক বিশাল বাণিজ্যিক সাফল্য। মাত্র ১৬ কোটি টাকার বাজেটে নির্মিত হওয়া ছবিটি বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার বেশি আয় করেছিল।
বিডি প্রতিদিন/মুসা