নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম এবং শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুছলিমা (৪২) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাগলপুর গ্রামের মুছলিমা ও তার স্বামী মো. আরিফ হোসেন (৪৮) বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী লাকি আক্তার (৫০), ছেলে মাহিয়ানসহ (২৩) আরও কয়েকজন তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমার ওপর হামলা চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আনোয়ার হোসেনের নির্দেশে তার স্ত্রী লাকি আক্তারের হাতে থাকা কুড়াল দিয়ে আরিফ হোসেনের মাথায় কোপ দেয়। এতে তার বাম কানের উপর গুরুতর জখম হয়। আনোয়ার হোসেনের ছেলে মাহিয়ান দা দিয়ে কোপ দিলে আরিফ হোসেনের ডান হাত জখম হয়। মুছলিমা স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানি করে। একই সাথে ভুক্তভোগীর স্বামীর কাছে থাকা ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী মুছলিমা বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমাদের বারবার হুমকি দেওয়া হতো। আজ আমাদের হত্যা করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই