ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের বসন্তপুর নুরানি তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় “একবেলা আহার প্রজেক্ট” বাস্তবায়ন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব।
শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। খাবার পেয়ে এতিমখানার শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, দীর্ঘদিন পর এমন সুস্বাদু খাবার খেয়ে তারা অত্যন্ত খুশি।
মাদ্রাসার শিক্ষকরা উদ্যোগটির প্রশংসা করে বলেন, সম্প্রতি শিক্ষার্থীরা ভালো খাবার খেতে পারেনি। এ আয়োজন তাদের জন্য বিশেষ আনন্দ ও স্বস্তি বয়ে এনেছে।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে তারা নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করছেন। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল