জাতিসংঘের উদ্যোগে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে বসবে দিনব্যাপী এ সম্মেলন। এতে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক দাতা সংস্থা, শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানরাসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেবেন। সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের সম্মেলন, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তিন সেশনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের প্রথমে উদ্বোধন পর্ব, পরে আলোচনা এবং শেষে হবে সমাপনী পর্ব। উদ্বোধনী পর্বে সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার, সংশ্লিষ্ট অংশীজনরা বক্তব্য রাখবেন। দ্বিতীয় পর্বে সদস্য রাষ্ট্রগুলোর প্রধান ও তাদের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আর সমাপনী পর্বে সাধারণ পরিষদের সভাপতি বক্তব্য রাখবেন। সূত্র জানায়, উচ্চপর্যায়ের এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে- রাজনৈতিক সহযোগিতা একত্রিত করা, রোহিঙ্গা সংকটের দিকে আন্তর্জাতিক দৃষ্টি ফেরানো, পুরো সংকট নিয়ে পর্যালোচনা ও সংকটের মূল কারণ খুঁজে বের করা। একই সঙ্গে সভায় এ অঞ্চলের মানবিক সংকট, সংকটের একটি টেকসই, দীর্ঘমেয়াদি ও উদ্ভাবনী পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টাও করা হবে। সেই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বেচ্ছায় নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে একটি সহায়ক পরিবেশ তৈরি করার বিষয়েও আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক সম্মেলনে সংকট সমাধানে ড. ইউনূস যে সাতটি প্রস্তাব তুলে ধরেছিলেন, সেটি পুনরায় বিশ্বনেতাদের সামনে তুলে ধরতে পারেন। আশা করা হচ্ছে, সভা থেকে রোহিঙ্গা সংকট সমাধানের একটা পথ বেরিয়ে আসবে।