নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের কোয়ারা রাজ্যের ওকে-ওডে শহরে ডাকাতদের হামলায় স্থানীয় বনরক্ষী ইউনিটের ১২ সদস্য নিহত হয়েছেন।
হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় পুলিশ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে হামলার কথা জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোয়ারা পুলিশের মুখপাত্র আদেতুন এজিরে-আদেয়েমি বলেন, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ বন্দুকধারীরা একটি স্থানীয় সরকারি ভবনে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলায় আরও চার জন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন।
কোয়ারা রাজ্যের গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এই হামলার নিন্দা জানিয়েছেন। অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির আহ্বান জানান তিনি। হামলায় জড়িতদের খোঁজে নিরাপত্তা বাহিনী ও বনরক্ষীরা যৌথ অভিযানে নেমেছে বলেও জানান গভর্নর।
বিডি প্রতিদিন/নাজিম