ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যেকোনো সম্ভাব্য সংঘাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ইরানের শীর্ষ জেনারেল জেনারেল আবদুলরাহিম মুসাভি এ কথা বলেছেন। মঙ্গলবার দক্ষিণ ইরানে নৌবাহিনীর যুদ্ধ-প্রস্তুতি মূল্যায়নের সময় তিনি এই মন্তব্য করেন।
জেনারেল মুসাভি বন্দর আব্বাস সফরে সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কোর উভয় নৌবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি নৌবাহিনীর উপরিভাগ, কমান্ডো এবং বিমান ইউনিটগুলির পাশাপাশি আইআরজিসি নৌবাহিনীর যুদ্ধ ও অপারেশনাল বিভাগ ঘুরে দেখেন। কমান্ডার ও কর্মীদের সাথে মতবিনিময় করেন।
সেনাবাহিনীর নৌ বিভাগের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মুসাভি জল, স্থল ও আকাশপথে তাদের উচ্চ প্রস্তুতির ওপর জোর দেন। তিনি বলেন, এই কৌশলগত বাহিনী সমুদ্রে, স্থলে এবং আকাশে সম্পূর্ণ যুদ্ধ-প্রস্তুতিতে আছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের দক্ষিণে সেনাবাহিনীর নির্ভীক নাবিকরা তাদের ওপর অর্পিত মিশন পালনে পুরোপুরি প্রস্তুত। শত্রুর মোকাবিলার জন্য সমস্ত প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পরিকল্পনা নিয়মিতভাবে অনুশীলন ও হালনাগাদ করা হচ্ছে।
আইআরজিসি নৌবাহিনীর ইউনিট পরিদর্শনকালে জেনারেল মুসাভি বলেন, এই ধরনের চেতনা বিভিন্ন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক ক্ষেত্রে আইআরজিসি নৌবাহিনীর শতভাগ প্রস্তুতি কথাই সামনে আনে। বাহিনীটি শত্রুর বিরুদ্ধে যেকোনো ধরনের প্রতিরক্ষা বা আক্রমণের জন্য প্রস্তুত।
সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে জেনারেল মুসাভি জুনে ইসরায়েলি শাসন এবং যুক্তরাষ্ট্রের চাপানো ১২ দিনের আগ্রাসী যুদ্ধের পর স্বল্প সময়ের মধ্যে অর্জিত অগ্রগতির কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, এই অল্প সময়ের মধ্যে আইআরজিসি নৌবাহিনীতে দুর্দান্ত কাজ করেছে। আমরা আজ যা প্রত্যক্ষ করলাম তা একটি সম্ভাব্য সংঘাতের জন্য অসাধারণ প্রস্তুতি।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল