ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের দাউদ বিশ্বাস (২৩) নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দেখা করতে এসে এক অষ্টম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পাশের ইউনিয়নের একটি বাগানে নিয়ে তিনজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় পরেরদিন শনিবার মেয়ের দাদা বাদী হয়ে দাউদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করেন। মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেফতার করে। পরে দাউদের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. আতর আলী শেখকে (২৩) গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে পাঠানো হয়।
মামলার বিষয় নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়। পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল