টসের সময় সালমান আলি আগা বললেন, ১৫০ রান করতে পারলে জয়ের জন্য যথেষ্ট হবে। কিন্তু তারা করতে পারল ১৩৫ রান। তাই ইনিংস বিরতিতে দলটি ভেবেছিল, ১৫ রান কম হয়েছে। কিন্তু এই ১৩৫ রান নিয়েই ম্যাচ জিতে মাঠ ছাড়ল তারা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে কখনও আইসিসির দুই পূর্ণ সদস্য দেশের ম্যাচে এত কম রান করে জিততে পারেনি কোনো দল। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষেই ১৪৪ রান করে জিতেছিল নিউ জিল্যান্ড।
এবার বাংলাদেশের বিপক্ষে ১৩৫ রান করে ১১ রানের জয়ে সেই রেকর্ড নতুন করে লিখেছে সালমান আলি আগার দল। তবে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩৫ রানে থামার পর পাকিস্তান দলের ভেতরেও ভাবনা ছিল, ১৫ রান কম করেছে তারা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালমান বলেন, আমাদের তখন ইনিংস বিরতিতে মনে হয়েছিল, হয়তো ১৫ রান কম করেছি। এটা অস্বীকার করব না আমি। তবে এটাও বিশ্বাস ছিল যে, আমরা যদি শুরুতে নিজেদের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারি, তাহলে তাদের চাপে ফেলতে পারব।
অল্প পুঁজি নিয়ে শুরুতেই বাংলাদেশকে চেপে ধরে পাকিস্তান। পাওয়ার প্লের মধ্যে তারা তুলে নেয় ৩টি উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তাই ম্যাচ শেষে নতুন বলের বোলিংকেই বড় কৃতিত্ব দিলেন সালমান।
তিনি বলেন, এই ধরনের ম্যাচে, যা মূলত সেমি-ফাইনাল, এসব জায়গায় যখন আপনি শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন, তখন রান তাড়া করা বেশ কঠিন হয়ে যায়। আমার মতে, আমরা সেই কাজটি বেশ ভালোভাবে করেছি। নতুন বলে আমরা খুব ভালো বোলিং করেছি। আর এই ধরনের ম্যাচে যখন নতুন বলে ভালো করবেন, সেটাই আপনাকে ম্যাচ জেতাবে। কারণ এই ধরনের কন্ডিশনে নতুন বল খুব জরুরি।
বিডি প্রতিদিন/জুনাইদ