শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর সাইফ হাসান ও লিটন দাসের ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল।
এই জুটিতে লিটন খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস। আর এই ২৩ রান করতে গিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ দলের অধিনায়ক। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি হয়ে গেলেন দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।
এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সাকিব। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করে তিনি করেছিলেন ২৫৫১ রান। গড় ছিল ২৩.২৯, হাফসেঞ্চুরি ১৩টি এবং স্ট্রাইক রেট ১২১.১৮। সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২৩ রান করার পথে লিটনের মোট রান দাঁড়ায় ২৫৫৬। ১১৪ ম্যাচে ১১২ ইনিংসে করেছেন এই রান। গড় ২৩.৮৮, হাফসেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯ এবং সর্বোচ্চ ইনিংস ৮৩।
উল্লেখ্য, সাকিব আল হাসান ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। প্রায় ৩১ বছর বয়সী লিটন দাসের সামনে এখনও কয়েক বছরের খেলার সুযোগ রয়েছে। ফলে ভবিষ্যতে তিনি শুধু নিজের রেকর্ডকেই ছাড়িয়ে যেতে পারবেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামগ্রিকভাবে লিটনের অবস্থান এখন ১৯তম। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা, যার রান ৪২৩১।
বিডি প্রতিদিন/আশিক