বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেজামে ইসলাম পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলের নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক।
বৈঠক শেষে মাওলানা একে এম আশরাফুল হক বলেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তার দল আগেই বিএনপির কাছে ৬টি আসন চেয়ে চিঠি দিয়েছে। বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া-১, কিশোরগঞ্জ-১ ও ময়মনসিংহ-৯ আসন নিয়ে বিএনপির হাইকমান্ড বিশেষভাবে চিন্তা করছে তাদের আশ্বস্ত করা হয়।
তিনি বলেন, আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প হতে পারে না। আগামী দিনে ইসলামী দল ও বিএনপির সমন্বয়ে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব।
বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কামরুল ইসলাম ভুঁইয়া, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও ছাত্রনেতা এহসানুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত