বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারির দাবিতে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বাংলা বিভাগের প্রভাষক আব্দুল মজিদ ও রুহুল হক মিয়া, ইংরেজি বিভাগের সোনিয়া আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগের জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সওকত ইকবাল, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক পূর্ণিমা ঘোষ এবং ব্যবস্থাপনা বিভাগের আশুতোষ সরকারসহ আরও অনেকে।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে বহু প্রভাষক পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন, যা শিক্ষকদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রভাষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও সতর্ক করে বলেন, যতক্ষণ পর্যন্ত পদোন্নতির জিও জারি না হবে, ততক্ষণ পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল