পাবনায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বজন ও স্থানীয়রা। সোমবার (১৭ নভেম্বর) সকালে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কর্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিহত শিশু শিক্ষার্থীর স্বজনরা। পরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘন্টা অবরোধ শেষে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
গত শনিবার রাতে পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার ৯ বছরের শিশু শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়। মৃত হাফসা উত্তর শালগাড়িয়া সরদারপাড়ার নানা মল্লিক সরদারের বাড়িতে থাকতো এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার পর পুলিশ রমজান ও সাব্বির নামে দুই যুবককে আটক করে।
বিডি প্রতিদিন/কামাল