‘ঘুষ নিয়ে ভাইরাল সেই শিক্ষা কর্মকর্তার ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি’ শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে খবর প্রকাশের পর বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠা মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
গত শনিবার (১৫ নভেম্বর) বিকালে খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. কামরুজ্জামান মাগুরা জেলা শিক্ষা অফিসে এসে অভিযুক্ত আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করেন। এ সময় উপ পরিচালক কামরুজ্জামান অভিযুক্ত জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট ৮ জন ব্যক্তির বক্তব্য নেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সহকারি শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস জানান, জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ প্রদান করে। সে মোতাবেক শনিবার বিকালে খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. কামরুজ্জামান মাগুরা শিক্ষা অফিসে এসে জেলা কর্মকর্তাসহ আটজনের বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে খুলনায় ফিরে যান। তবে এ তদন্তের রিপোর্ট কবে জানা যাবে এ বিষয়ে তিনি কিছু জানাননি।
এ বিষয়ে খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাগুরার শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। গত শনিবার মাগুরার অফিসে গিয়ে ৮ জনের বক্তব্য নিয়েছি। অনেকে লিখিত অভিযোগ দিতে চেয়েছেন। সবকিছু মিলিয়ে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল