ময়মনসিংহের ভালুকায় অপহৃত দশম শ্রেণির স্কুল ছাত্রীকে পাঁচদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণের পর থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী পরিবার।
অভিযোগে বলা হয়, ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী। তার মেয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে তার মেয়েকে একই গ্রামের রবি খার ছেলে শাকিল মিয়া উত্ত্যক্ত করে আসছিল। স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে হয়রানির শিকার করতো।
গত বুধবার (১২ নভেম্বর) সকালে মামাতো ভাই মো. ধনু মিয়ার বাড়িতে যাওয়ার পথে শাকিলসহ আরো কয়েক জন যুবক তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঘটনার পরদিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে পরিবারের দাবি, দ্রুত ছাত্রীটিকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনা হোক।
বিডি প্রতিদিন/কামাল