নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন লিটন কুমার দাস ও জাকের আলি। সদ্য প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটারের।
তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৪১তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান তামিম, যিনি তিন ধাপ পিছিয়ে এখন ৩৯তম স্থানে রয়েছেন।
ডাচদের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন লিটন। প্রথম দুই ম্যাচে ছিলেন অপরাজিত, আর বৃষ্টিতে বিঘ্নিত শেষ ম্যাচে খেলেন ৪৬ বলে ৭৩ রানের ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
অন্যদিকে শেষ টি-টোয়েন্টিতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকা জাকের আলি এগিয়েছেন তিন ধাপ, তার অবস্থান এখন ৬০তম। একই ম্যাচে না খেলেও এক ধাপ এগিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।
বোলারদের র্যাঙ্কিংয়েও দেখা গেছে পরিবর্তন। শেষ ম্যাচে মাঠে না নামলেও শ্রীলঙ্কার মাহিশ থিকশানার র্যাঙ্কিং অবনমনের ফলে এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১১তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে তিনিই এখন সেরা অবস্থানে থাকা বোলার।
যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তিন ধাপ পিছিয়ে ২৪তম স্থানে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ঠিক পরেই অবস্থান পেসার তাসকিন আহমেদের।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। প্রথম ৩৮ জনের মধ্যে নেই কোনো বাংলাদেশি। ৩৯তম স্থানে রয়েছেন শেখ মেহেদি হাসান।
বিডি প্রতিদিন/মুসা